
প্রকাশিত: ২০১৮-০৮-১৪ ২৩:০৯:২১
আপডেট: ২০১৮-০৮-১৪ ২৩:১১:৫৮
অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ২১০টি গরু জবাই দিয়ে কাঙালি ভোজের আয়োজন করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
ব্যক্তিগত তহবিল থেকে তিনি এ ভোজের ব্যয় নির্বাহ করেন বলেও জানা যায়। আর তাই নোয়াখালীসহ গোটা দেশের মধ্যে রীতিমতো আলোচনায় রয়েছেন তিনি। এছাড়া ভোজ ছাড়াও দিনটি উপলক্ষে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে একরামুল করিম বলেন, বঙ্গবন্ধু দেশের জন্য যা করে গেছেন আমরা রক্ত দিয়েও তার ঋণ কখনো শোধ করতে পারব না। আর বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন না হলে আমি কৃষকের ছেলে কথনো এদেশের এমপি হতে পারতাম না। এছাড়া বঙ্গবন্ধু আমাদের পিতা। আর পিতার জন্য ছেলের এই কোরবানি।
জানা যায়, নোয়াখালীর পৌরসভার ২৯টি স্পটে ৫৫টি গরু, সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৬৬টি স্পটে ৬৬টি গরু, সুবর্নচর উপজেলার ৪০টি স্পটে ৪০টি গরু, কবিরহাট উপজেলা ও পৌর এলাকার ৩০টি স্পটে ৩০টি গরু এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ২০টি স্থানে এ ভোজ চলবে।
এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের জন্যও বিশেষ ব্যবস্থা রেখেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য। তাদের বিভিন্ন উপসনালয়ে এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সংসদ সদস্যের ঘনিষ্টরা।
আপনার মন্তব্য