
প্রকাশিত: ২০১৮-০৭-১০ ১৫:১৫:৪৪
আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকেপড়া বাকি কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বন্যা কবলিত ওই সংকীর্ণ গুহাটিতে তৃতীয় অভিযান শুরু হওয়ার কথা জানান শীর্ষ এক উদ্ধার কর্মকর্তা।
উচ্ছ্বসিত কণ্ঠে সংবাদ সম্মেলনে থাই গভর্নর নারোংসাক ওসাতানাকর্ন জানান, ‘আমরা আশা করছি, কোনো অস্বাভাবিক পরিস্থিতি না হলে বাকি চার কিশোর, তাদের কোচ, ভেতরে থাকা চিকিৎসক ও উদ্ধারকর্মীদের আজ বের করে আনা হবে।’
এর আগে দুইদিনের অভিযানে ১২ কিশোর ফুটবলারের মধ্যে আটজনকে বের করে আনে উদ্ধারকর্মীরা।
উদ্ধারকৃত ফুটবলারদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান সিনিয়র এক স্বাস্থ্য কর্মকর্তা। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় তাদেরকে হাসপাতালে আলাদা জায়গায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় চিকিৎসকরা।
গত ২৩ জুন ফুটবল প্রশিক্ষণের পর ২৫ বছর বয়সী কোচের সঙ্গে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ কিশোর মিয়ানমার সীমান্তের নিকটবর্তী একটি ফরেস্ট পার্কের থাম লুয়াং গুহা পরিদর্শনে যায়।
ভেতরে প্রবেশ করার পর প্রবল বৃষ্টিপাতে গুহার কিছু অংশ পানিতে পুরোপুরি ডুবে গেলে তারা আটকা পড়ে।
তাদের উদ্ধারে দেশটির নৌবাহিনীর ডুবুরি, সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক স্বেচ্ছাসেবী ছাড়াও অন্যান্য দেশের উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আপনার মন্তব্য