
প্রকাশিত: ২০১৭-০৫-২৬ ২২:৩৭:৪৪
আপডেট: ২০১৭-০৬-০১ ১৫:২৬:৩৬
অনলাইন প্রতিবেদক
এফবিবি কালার ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন শুধুমাত্র তাদের জন্য কিছু অফার দেওয়া হয়েছে। সেই হিসেবে ভোট দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব টাইমলাইনে আকুতি জানিয়েছেন প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যের চাকমা সম্প্রদায়ের রিংকি চাকমা।
সবচাইতে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম "টাইমস অব ইন্ডিয়া" অনলাইনে কনটেস্টের জন্য ৩০ জন্য প্রতিযোগীকে অংশগ্রহণ করতে দেখা যায়।এছাড়া কনটেস্ট বিজয়ীদের জন্য রয়েছে "টাইমস অব ইন্ডিয়া" কর্তৃক কিছু নগত পুরুস্কার সহ সম্মাননা।
যদি ভোট দিতে চান এই লিংকে ক্লিক করুন
http://beautypageants.indiatimes.com/miss-india/superjudge2017.cms?from=mdr
আপনার মন্তব্য