
প্রকাশিত: ২০১৮-০৮-০৫ ২২:১০:০২
রাঙ্গামাটি >>
রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশিদ বলেছেন, যেসব গাড়ির লাইসেন্স নেই, ফিটনেস নেই সেগুলোর বিরুদ্ধে ট্রাফিক সপ্তাহের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হলো ট্রাফিক আইন না মানা। প্রশিক্ষণবিহীন অদক্ষ চালকরা ট্রাফিক আইন না জেনে গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এ কারণে সাধারণ মানুষ হতাহত হয়।
ডিসি বলেন, চালকরা যদি গাড়ি চালনা প্রশিক্ষণ ভালোভাবে নিয়ে ট্রাফিক আইন মেনে গাড়ি চালায় তাহলে দুর্ঘটনার শিকার হতে হবে না। এজন্য সবাইকে সচেতন হতে হবে। আর আইন মেনে না চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে বনরূপা এলাকায় রাঙামাটিতে ট্রাফিক সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবহন মালিক সমিতির নেতাদের আহ্বান জানিয়ে ডিসি বলেন, আপনারা প্রশিক্ষণবিহীন অদক্ষ চালকদের হাতে গাড়ি তুলে দিবেন না। এতে আপনার গাড়ি যেমন ক্ষতি হবে তেমনি সাধারণ মানুষের মৃত্যুর মিছিলের সংখ্যাও বাড়বে।
আপনার মন্তব্য