
প্রকাশিত: ২০১৮-০৬-১৯ ১২:৩০:১০
আপডেট: ২০১৮-০৬-১৯ ১২:৩৩:৪১
অনলাইন ডেস্ক
কক্সবাজার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা আরিফ উল্লাহকে (৪৮) গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। ১৮ জুন সোমবার রাত আটটার দিকে বালুখালী ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রোহিঙ্গাদের শীর্ষনেতা ও হেড মাঝি আরিফ উল্লাহর লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুত্রে জানা গেছে রোহিঙ্গা ক্যাম্পের অাধিপত্তবিস্তার নিয়ে অারিফ উল্লাহ ও অার এক গ্রুপের মধ্যে একাধিকবার সংর্ঘস ও হামলার ঘটনা ঘটেছিল।
পুলিশ ধারণা করছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।
এদিকে, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পরে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোহিঙ্গা নেতা আরিফুল্লাহ সম্পর্কে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘আরিফুল্লাহ ছিলেন মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত রোহিঙ্গা। তিনি ইংরেজী ভাষায় পারদর্শী থাকার কারণে বিদেশিদের সঙ্গেও তার ভালো সম্পর্ক ছিল।’
আপনার মন্তব্য